Feb 24, 2017

ইন্সটল করা

আপনি ৩২-বিট বা ৬৪-বিট যে ধরণের উইন্ডোজ ইউজারই হন, প্রথমে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে হবে পাইথনের ল্যাটেস্ট (.exe) ভার্সনটি (৩.৬.০)।
ডাউনলোড করা exe ফাইলটিতে ডাবল ক্লিক করলে নিচের মতো একটি উইন্ডো ওপেন হবে। সেখানে 'Add Python 3.6 to PATH' লেখাটিকে চেক (লেখাটির উপর ক্লিক) করে 'Install Now' লেখাটির উপর ক্লিক করলেই ইন্সটল শুরু হয়ে যাবে।  একটু সময় নিয়ে নিজে থেকেই ইন্সটল শেষ হয়ে যাবে।

ইন্সটল শেষ হোলে 'Start' মেনুতে গিয়ে 'All Programs' যেতে হবে, তারপর Python 3.6 ফোল্ডারটিতে ক্লিক করে ওপেন করে IDLE লেখাটির উপর ক্লিক করতে হবে।
IDLE লেখাটির উপর ক্লিক করলে নিচের ছবিটির মতো একটা শেল ওপেন হবে। এটি হচ্ছে পাইথনের IDE (ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট)। পাইথনের ভাষায় এটিকে বলা হয় IDLE (ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এন্ড লার্নিং এনভায়রনমেন্ট)। এর মধ্যেই আমারা পরবর্তীতে আমাদের কোড লিখবো।

No comments:

Post a Comment